Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৬
পাঁচ দালালকে জেল-জরিমানা
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদ মীর, রাজা মোল্যা, আসীম আহম্মেদ, আশিক সেন ও ইব্রাহিম। এদের মধ্যে মুরাদ, রাজা মোল্যা ও আসিমকে ১৫ দিন করে জেল এবং আশিক ও ইব্রাহিমকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

ফরিদপুর র‌্যাব-৮ এর অধিনায়ক মেজর আবদুল্লাহ-আল-হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় নকল নাগরিক সনদ ও অবৈধ কাজপত্র। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।

এই পাতার আরো খবর
up-arrow