Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৭
গাছচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে গাছাচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের গাংড়া এলাকায় গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— মণিরামপুর উপজেলার নাউলী গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে কুমারেশ বিশ্বাস (৬০) ও সদর উপজেলার মালঞ্চি গ্রামের আবদুল হামিদ (৫০)। স্থানীয়রা জানান, জয়নগর গ্রামের মতলেব গাজী রাস্তার পাশের জমি থেকে একটি রেইনট্রি গাছ কাটছিলেন। দুপুরে ভাড়া মোটরসাইকেলে ওই পথ দিয়ে যাচ্ছিলেন কুমারেশ বিশ্বাস ও আবদুল হামিদ। এ সময় গাছটি মোটরসাইকেলের ওপর পড়লে কুমারেশ ও আবদুল হামিদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে মোটরসাইকেল চালক রেজোয়ানের কোনো ক্ষতি হয়নি।

মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার জানান, পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের স্বজন লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow