শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলবদর নেতা হলেন কৃষক লীগের আহ্বায়ক

বাগেরহাট প্রতিনিধি

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের তালিকাভুক্ত এক আলবদর নেতাকে প্রধান করে কৃষক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি আবদুল মতিন আকন ও সাধারণ সম্পাদক শেখ আবুল হাসেম শিপন গতকাল ওই কমিটি অনুমোদন করেছেন। ৩১ সদস্যের এই কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দোসর আলবদর বাহিনীর নেতা আবদুল হালিম জোমাদ্দার। তিনি মোরেলগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ প্রকাশিত তালিকায় ৫৪ নম্বর আলবদর। একাত্তর সালে তার পিতা মৃত মেহের আলী জোমাদ্দারও ছিলেন পাকিস্তানি সেনাদের সমর্থক শান্তি কমিটির নেতা। একই তালিকায় মেহের আলী জোমাদ্দার রয়েছেন ১০ নম্বরে। যুদ্ধাপরাধী হালিম জোমাদ্দারকে প্রধান করে কৃষক লীগের কমিটি ঘোষণা করায় মোরেলগঞ্জে আওয়ামী পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, হালিম জোমাদ্দার স্থানীয় এমপি ডা. মোজাম্মেল হোসেন পক্ষের গ্রুপের লোক হওয়ায় খুব সহজেই মোরেলগঞ্জ কৃষক লীগের আহ্বায়কের পদ দখল করতে পেরেছেন।

সর্বশেষ খবর