শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত পানচাষিদের পাশে কেউ নেই

ভোলা প্রতিনিধি

ভোলায় মেঘনার বাঁধ ভেঙে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পানচাষির পাশে কেউ নেই। ঋণ পরিশোধের চিন্তায় তাদের এখন ঘুম হারাম। কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছিল। কিন্তু কোনো সহায়তা পায়নি বলে জানিয়েছেন কৃষকরা। ফলন ঘরে তোলার আগমুহূর্তে পানের লতা মরতে শুরু করায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগ থেকে করণীয় সম্পর্কে বিশেষ কোনো পরামর্শ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন অনেক চাষি।  সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পানচাষি সফিজল জানান, পান তোলার ঠিক আগ মুহূর্তে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানিতে বরজগুলো বেশ কয়েক দিন ডুবে ছিল। এতে গোড়ায় পচন ধরে, লতা শুকিয়ে যাচ্ছে। পাতা বিবর্ণ হয়ে ঝড়ে পড়ছে। দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার বেশ কিছু পানের বরজে একই অবস্থা বলে জানা গেছে। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃত্যুঞ্জয় তালুকদার জানান, যত দ্রুত সম্ভব চাষিদের সহায়তা করা হবে।

সর্বশেষ খবর