শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

বিভিন্ন স্থানে আরও ৮

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও আটজন। প্রতিনিধিদের পাঠানো খবর— পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। গতকাল বিকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের আবদুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা (৪০), পুত্র আনোয়ার (১৮) ও কন্যা শারমিন (১৫)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পঞ্চগড়ে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে জগদল জোতি স্টোন ক্রাশারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করে আসার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া : ভেড়ামারা উপজেলার বারোমাইলে শুক্রবার রাতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সদর উপজেলার খাজানগর গ্রামের জলিল মাস্টার (৬৫) ও একই এলাকার শওকত আলী (৬২)। দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার গোয়ালহাট নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি ওই উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে। গোপালগঞ্জ : গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে মিঠু মোল্লা নামে এক কলেজছাত্র নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন। নিহত মিঠু  সদর উপজেলার উলপুর গ্রামের  সোহরাব মোল্লার ছেলে। টাঙ্গাইল : কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর নামক স্থানে গতকাল ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অহত হয়েছে অন্তত ২০ জন। বরিশাল : উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বৃহস্পতিবার বাসের ধাক্কায় আহত ইজিবাইক চালক নাসির সরদারের মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার আটিপাড়া গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। গাইবান্ধা : বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুঘর্টনায় আহত কলেজ ছাত্র হুমায়ন কবির গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হুমায়ন কবির সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের নুর ইসলামের ছেলে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় জেলার রাধিকায় ট্রাকচাপায় আনার  হোসেন নামে এক রিকশাচালক নিহত হয়েছে।

সর্বশেষ খবর