Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১০
পত্রিকা অফিসে হামলার ঘটনায় নিন্দা, শাস্তি দাবি
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও হামলাকারী মো. শহিদুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। গতকাল সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংগঠনগুলোর এক যৌথ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান। যৌথ সভায় ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতি ও ময়মনসিংহ সংবাদপত্র সম্পাদক পরিষদের নেতারাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে হামলাকারী মালিক মো. শহিদুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শহিদুল্লার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

২৫ আগস্ট সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে আওয়ামী লীগ নেতা মালিক মো. শহিদুল্লাহ ও তার অনুসারীরা দৈনিক ব্রহ্ম?পুত্র এক্সপ্রেস পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর করে। এ সময় পত্রিকাটির সম্পাদক আবু সালেহ মো. মুসাসহ কর্মরত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করে আহত করে।

এই পাতার আরো খবর
up-arrow