শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ছিটমহলে বিশেষ দোয়া

বিলুপ্ত গারাতী ছিটমহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে অন্তর্ভুক্ত করায় গতকাল বিশেষ দোয়া ও আলোচনাসভা হয়েছে। এ সময় শহীদ মিনারে ফুল দিয়ে বঙ্গবন্ধুসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মাদ্রাসার সভাপতি মফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আবদুল কাদের, সাবেক ছাত্রলীগ নেতা মুসা কালিমুল্লাহ প্রধান প্রমুখ। —পঞ্চগড় প্রতিনিধি

বদরগঞ্জে মন্দির ভাঙচুর

রংপুরের বদরগঞ্জে নবনির্মিত একটি মন্দিরে হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম যুগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর মন্দির কমিটি বদরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। মন্দির কমিটির সভাপতি বিনোদ চন্দ্র দাশ বলেন, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের খিতিশ চন্দ্র ও তার লোকজন মন্দির ভাঙচুর করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন খিতিশ চন্দ্র। —বদরগঞ্জ প্রতিনিধি

সাইক্লোন শেল্টারের ভিত্তিপ্রস্তর

বরগুনা উপকূলীয় শহরে দুটি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল জেলার মাইঠা মাধ্যমিক বিদ্যালয় ও আইডিয়াল কলেজ চত্বরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শাহাদাত হোসেন, রইসুল আলম রিপন, সিদ্দিকুর রহমান, কেএম আবদুর রশিদ, মনিরুজ্জামান জামাল প্রমুখ। সাইক্লোন শেল্টার দুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা।—বরগুনা প্রতিনিধি

আলোচনা সভা

রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরায় বৃহত্তর চট্টগ্রাম কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা শুক্রবার বিকালে সারুলিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মো. আবু ছালেক ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফ বাওয়ানী জুট মিলের মহা-ব্যবস্থাপক মুহিউদ্দিন সাদেক। বিশেষ অতিথি ছিলেন শবনম ভেজিটেবল অয়েল মিলসের মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, শিল্পপতি ও সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর ইসলাম। বক্তব্য রাখেন সমিতির সা. সম্পাদক ওমর ফারুক, এমএম নজরুল ইসলাম, খায়ের আহমদ, বাবু দীপক কুমার পাল, এসএম ফারুক, ও সহিদুল ইসলাম প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর