রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পদ্মার ভাঙন আশ্রয়ের সন্ধানে ক্ষতিগ্রস্তরা

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা ও মেঘনা বেষ্টিত শরীয়তপুর জেলায় প্রতি বছর বর্ষা মৌসুম এলেই দেখা দেয় নদী ভাঙন। ভাঙনের কবলে গৃহহীন-ভূমিহীন হয়ে পড়ছে শত শত পরিবারের হাজার হাজার মানুষ। ভিটেবাড়ি, গবাদি পশু ও কৃষিজমিসহ সর্বস্ব হারিয়ে বার্ষিক ভাড়া ভিত্তিতে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন কেউ কেউ। আশ্রয়ের সন্ধানে ছুটছেন অনেকে। পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি বলে মনে করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামের ভাঙন কবলিতরা আশার বাণী শুনলেও তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না।  গত কয়েকদিনের ভাঙনে বাড়িঘর, মসজিদ, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহীন হয়েছে গ্রামটির এক হাজার ৩০০ পরিবার। মানববন্ধন : পদ্মা নদীর ভাঙন থেকে গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার দাবিতে গতকাল শরীয়তপুরের জাজিরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলায় কলমিরচর গ্রামে পদ্মার তীরে বেলা ১১টা হতে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি চলকালে বক্তব্য দেন সংসদ সদস্য শওকত আলী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর