রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ‘শিখা ক্লিনিকে’ ভুল অপারেশনে পলি খাতুন (২৩) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত গভীর রাতে। পলি হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি গ্রামের আবুল কালামের স্ত্রী। জানা যায়, শুক্রবার রাতে শিখা ক্লিনিকে অপারেশনের পর পলি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন ক্লিনিক মালিক। গতকাল সকাল ৮টার দিকে তাকে কুষ্টিয়া নিয়ে যান স্বজনরা। সেখানকার চিকিৎসক জানান, রোগী অনেক আগেই মারা গেছেন। স্বজনদের দাবি, অপারেশনের সময় ভুল করে নাড়ি বা অন্য কোনো শিরা কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ক্লিনিক মালিক কলিম উদ্দীন জানান, শুক্রবার রাতে পলি সিজারিয়ানের জন্য ভর্তি হন শিখা ক্লিনিকে। রাতেই অপারেশন করেন হরিণাকুণ্ডু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন। মধ্য রাতে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে কুষ্টিয়ায় রেফার্ড করেন। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য এম সাইফুজ্জামান তাজু জানান, দায়ী চিকিৎসক আলমগীর হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঝিনাইদহ সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

সিভিল সার্জন ডা. আবদুস সালাম জানান, তিনি ঘটনাটি জেনেছেন। তদন্ত করে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

সর্বশেষ খবর