শিরোনাম
রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি

‘শিক্ষাই প্রথম, বাল্যবিয়েকে লাল কার্ড’—এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্যবিয়ে-মুক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে সাতক্ষীরা পৌরসভা ও ১৪টি ইউনিয়ন বাল্যবিয়ে-মুক্ত নিশ্চিত করার পর গতকাল সদর উপজেলা পরিষদে সমাবেশে খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এই ঘোষণা দেন। এ সময় উপজেলার সব মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ইউপি চেয়ারম্যান, মেম্বার, নোটারি পাবলিক, কমিউনিটি পুলিশিং কমিটি, স্কুল-কলেজের শিক্ষক, বিবাহ রেজিস্ট্রারকে শপথ পড়ানো হয়। অনুষ্ঠান শেষে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা ১১৭ জন ছাত্রীকে প্রদান করা হয় ৩ হাজার থেকে ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি। সদর উপজেলার ইউএনও শাহ আবদুল সাদির সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুল মাজেদ প্রমুখ।

সর্বশেষ খবর