রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুবলীগ কর্মী হত্যায় ২৮ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে আবু বকর ছিদ্দিক রানা নামে এক যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রানার মা রেহানা স্থানীয় লুদিয়ারা গ্রামের আবদুল হাই কানু, তার ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লবসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে গতকাল মামলাটি করেন। চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলাসূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে রানা পাতড্ডা বাজারে গেলে তার বন্ধু সনপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে বছিরসহ কয়েকজনের সঙ্গে দেখা হয়। তারা রাত ৮টার দিকে বাজারের পাশে লুদিয়ারা ব্রিজের উপর আড্ডা দিচ্ছিল। এ সময় আবদুল হাই কানুর হুকুমে তার ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লবের নেতৃত্বে একদল যুবক পিস্তল, কাটা রাইফেল, পাইপগান, কিরিছ ও রড দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। রানার বুকে ও দুই পায়ে আটটি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এছাড়া তারা বছিরকে কুপিয়ে জখম করে। রানা ও বছির চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার রানাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর