রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নালিতাবাড়ীতে লজ্জাবতী বানর

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে লজ্জাবতী বানর

শেরপুর জেলার নালিতাবাড়ীর পল্লীতে লজ্জাবতী বানর —বাংলাদেশ প্রতিদিন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিরল প্রজাতি লজ্জাবতী বানরের সন্ধান পাওয়া গেছে। কয়েকজন এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরেও নালিতাবাড়ী ইউনিয়নের চান্দের নন্নী গ্রামের প্রভাষক নুরুজ্জামান বাড়ির বাঁশঝাড় থেকে এই বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে আটক করা হয়। পরে বিকালে নুরুজ্জামান বানরটিকে বাঁশঝাড়ে ছেড়ে দেন। এর পর থেকে এলাকাবাসী ও এলাকার ছেলেরা বানরটির পিছু নিয়েছে।

প্রভাষক নুরুজ্জামান বলেন, খোঁজ নিয়ে জেনেছি এটা বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এলাকার  ছেলেরা উৎপাত করায় বানরটিকে বাঁশঝাড়ে ছেড়ে দেওয়া হয়েছে।  নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু জাফর বাবু বলেন, বানরটির  খোঁজে গতকাল সকালে এলাকায় গিয়েছিলাম। কিন্তু দেখা পাইনি। এলাকাবাসীকে বানরের সন্ধান পেলেই জানাতে বলা হয়েছে।

সর্বশেষ খবর