সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পার্বত্য তিন জেলায় হরতাল পালিত

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের প্রতিবাদে পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে পার্বত্য তিন জেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাঙামাটিতে ভোরে হরতালের সমর্থনে মাঠে নামে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, বাঙালি ছাত্র পরিষদ ও বাঙালি ছাত্রঐক্য পরিষদের নেতা-কর্মী-সমর্থকরা। শহরের বনরূপা, তবলছড়ি কলেজগেট, রিজার্ভ বাজার ও কাটালতলী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বিভিন্ন পয়েন্টে পিকেটিংও করা হয়। এ ছাড়া হরতালের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। অভ্যন্তরীণ নৌপথে ছেড়ে যায়নি লঞ্চ। অফিস-আদালত, স্কুল-কলেজ খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এদিকে খাগড়াছড়িতে হরতালের কারণে থেমে যায় জীবনযাত্রা। দোকানপাট বন্ধ ছিল। পিকেটাররা হরতাল চলাকালে বিভিন্ন মোড়ে সক্রিয় ছিল। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে। আটকা পড়ে খাগড়াছড়িতে আসা শত শত পর্যটক। জেলায় সবধরনের যানবাহন বন্ধ ছিল। শহরে রিকশা, সাইকেলও চলতে দেয়নি পিকেটাররা। বিকালে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উল্লেখ্য, গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভায়। ৮ আগস্ট রাষ্ট্রপতি এই আইনে স্বাক্ষর করেন এবং ৯ তারিখ গেজেট প্রকাশ হয়। এই আইন বাতিলের দাবিতে ৯ ও ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল।

সর্বশেষ খবর