সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫০

৪০ বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে গতকাল পৃথক সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় ৭টি দোকানসহ কমপক্ষে ৪০টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের মালেক মিয়ার গোষ্ঠীর সহিদ মিয়াকে তুচ্ছ ঘটনায় মারধর করে সৈয়দ আলীর গোষ্ঠীর লোকজন। এর জের ধরে সকাল ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কে সংঘর্ষে জড়ায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এদিকে সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই মহল্লায় সংঘর্ষ হয়েছে। জানা যায়, সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তর পাড়ের মালু মুন্সি (৬০) ও গড়ের পাড়ের দেওয়ান উদ্দিনের (৫০) মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সর্বশেষ খবর