সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোয়াখালীতে ১৪০ দোকানঘর উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার পুরান ভবন ও পৌরহলের জায়গায় অপরিকল্পিতভাবে নির্মাণাধীন ১৪০টি দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বুলডোজার দিয়ে দোকানঘরগুলো গুড়িয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ মেয়র থাকাকালে গত বছরের জুলাই মাসে পুরান পৌরভবন পরিত্যক্ত ঘোষণা করে ভবনটি ভেঙে সেখানে দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। তখন প্রত্যেক দোকান মালিক থেকে ঘর বরাদ্দের জন্য এক লাখ টাকা ব্যাংক ড্রাপ গ্রহণ করে পৌর কর্তৃপক্ষ। গত ২৫ মে পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের সহিদ উল্লাহ খান সোহেল মেয়র নির্বাচিত হন। এরপর তিনি এই দোকানঘর নির্মাণ কাজ স্থগিত করে দেন।

সর্বশেষ খবর