শিরোনাম
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

নীলফামারী, নোয়াখালী ও গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া বরগুনা, বগুড়া, গোপলগঞ্জ, কুমিল্লা ও মাদারীপুরে সড়কে প্রাণ হারিয়েছেন এক কলেজশিক্ষকসহ পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

নীলফামারী : নীলফামারী-ডোমার সড়কের শুকান দিঘি মিলের পাড় নামক স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় চঞ্চল রায় (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার সহপাঠী রতন কুমার। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চঞ্চল সদর উপজেলার কিসামত ভুটিয়ান গ্রামের চিত্ত রঞ্জনের ছেলে। নোয়াখালী : সুবর্নচর উপজেলার মুকলিয়ায় গতকাল স্কুলে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় রিসিতা আহাম্মেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রিসিতা পশ্চিম চরবাটা গ্রামের হেলালের ও স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে রবিবার সন্ধ্যায় বাসচাপায় তাসনিম আক্তার রাফা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার মৃত্যুর প্রতিবাদে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাক-ময়মনসিংহ মহাসড়ক গতকাল তিন ঘণ্টা অবরোধ করে রাখে সহপাঠীরা। এ সময় সড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বরগুনা : বামনায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজ শিক্ষক কবির হোসেন নিহত হয়েছেন। গতকাল উপজেলার চালিতাবুনিয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কবির হোসেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  প্রভাষক ছিলেন। তার বাড়ি বামনা উপজেলার বড় তালেশ্বর গ্রামে। বগুড়া : শেরপুর উপজেলার ররোয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মারা যান দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার। ঘটনাটি ঘটে রবিবার রাতে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। গোপালগঞ্জ : জেলা শহরের কুয়াডাঙ্গা লোকাল বাসস্ট্যান্ডে গতকাল ইজিবাইকের ধাক্কায় পান্না বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পান্না সদর উপজেলার খোসরুল সিকদারের স্ত্রী। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়ায় গতকাল ট্রাকচাপায় হুমায়ুন কবির নামে এক পথচারীর প্রাণহানি ঘটেছে। হুমায়ুন চাষাপাড়া গ্রামের বাদশা মালের ছেলে।  মাদারীপুর : সদর উপজেলার হাউসদি এলাকায় অটোরিকশার সঙ্গে মাহেন্দ্র পরিবহনের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সকালে। নিহত কাওছারের বাড়ি সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায়।

সর্বশেষ খবর