মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বীরগঞ্জে ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

দিনাজপুর প্রতিনিধি

মৃত্যুর ১০ মাস পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যাণী গুচ্ছগ্রামের সরকারি কবরস্থান থেকে আবদুল খালেক নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতের নির্দেশে গতকাল বেলা ১১টার দিকে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে লাশটি উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক রেজা মানিক, বীরগঞ্জ থানার এসআই আযম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

মামলার বাদী মৃতের ছেলে ওয়াহেস কুরনী জানান, ২০১৫ সালের ১৩ নভেম্বর মাইক্রোবাসচাপায় আবদুল খালেকের মৃত্যু হয়। এর কিছুদিন পর ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল খালেক সরকার হুমকি দিয়ে ওয়াহেসকে বলেন, ‘তোর বাবার মতো তোকেও শেষ করে দেওয়া হবে।’ এরপর তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এ আবদুল খালেক সরকারকে আসামি করে একটি মামলা করেন।

পিবিআই পুলিশ পরিদর্শক রেজা মানিক জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পেলে ঘটনার মূল রহস্য জানা যাবে।

সর্বশেষ খবর