মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মী আটক

প্রতিদিন ডেস্ক

ঝিনাইদহ, নাটোর ও কুমিল্লার লাকসামে জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জামায়াতের দুই নারী কর্মীও রয়েছেন। প্রতিনিধিদের খবর—

ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশের অভিযানে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার  ভোর পর্যন্ত জেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার সাবেক পৌর কাউন্সিলর জামায়াত কর্মী আক্তারুজ্জামান ও তার স্ত্রী সালমা আক্তার, একই এলাকার মেহেদি হাসানের স্ত্রী সোহেলী আক্তার, শৈলকুপা উপজেলার শাহেদ আলী,  কোটচাঁদপুর উপজেলার রবিউল ইসলাম ও মহেশপুর উপজেলার রবিউল ইসলাম। এ ছাড়া বিভিন্ন মামলার ৩০ জন আসামিকে আটক করা হয়েছে।  নাটোর : নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল হক জিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে নলডাঙ্গার সাতারভাগ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ছাড়া তার বাবা শাঁখারিপাড়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক জালাল উদ্দিনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লাকসাম : লাকসামে ৪ জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো জহিরুল ইসলাম (৩২), আবুল হাসেম, শাহীন, লিটন। রবিবার রাতে তাদের আটক করা হয়।  পাবনায় ড্যাব নেতা : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের শিবরামপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর