মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বাবার অভিযোগে ছেলের জেল

ফরিদপুরের বোয়ালমারীতে বাবার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে শাহাদৎ হোসেনকে (৩৭) এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও খায়রুজ্জামান গতকাল এ সাজা প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, সোমবার বোয়ালমারী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের সামচুল হক অতিষ্ঠ হয়ে তার মাদকাসক্ত ছেলে শাহাদৎ হোসেনের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। তত্ক্ষণাৎ পুলিশ তাকে তার বাড়ি থেকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। শাহাদতকে গতকালই ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

—বোয়ালমারী প্রতিনিধি

হাজতির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে গতকাল আবু সোয়েব সবুজ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সবুজ শেরপুর পৌর এলাকার শিতলপুরে শ্বশুরবাড়ি থাকতেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেরপুর হাসপাতালের চিকিত্সক মোবারক হোসেন। সবুজের শ্বশুরবাড়ির আত্মীয়রা জানান, ২৮ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী রেজা মিয়ার ঘরে আটকিয়ে সবুজকে মারধর করে পুলিশে দেয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সেখানে গতকাল সকালে সবুজ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

—শেরপুর প্রতিনিধি

বৃক্ষমেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ অফিসে গতকাল তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ তানভীর আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন মুন্নী, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, রায়হান রহতুল্যাহ রিমু, পুলক পারভেজ প্রমুখ।

—মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আদিবাসী পরিষদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় আদিবাসীদের নিপীড়নের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিমল চন্দ্র রাজোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, অনিল মারান্ডি প্রমুখ।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক কৃষকের ৭ গরু চুরি

দিনাজপুরের বীরগঞ্জের এক কৃষকের ৭টি গরু চুরি হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। সুজালপুর ইউপি সদস্য বাদশা মিয়া জানান, ছোট শীতলাই গ্রামের দক্ষিণপাড়ার কাজিরুল ইসলামের গোয়ালঘর থেকে ৭টি গরু নিয়ে যায় চোরেরা। ঈদুল আজহা সামনে রেখে এ ঘটনায় এলাকাবাসীর মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।

—দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর