মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, ২০ জনকে কুপিয়ে জখম

সাভার প্রতিনিধি

রাজধানীর মিরপুর থেকে সাভারের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে ও পিটুনিতে আহত হয়েছেন ২০ জন। তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল ভোরে আশুলিয়ার তুরাগ এলাকায়। যাত্রীরা জানান, রবিবার দিবাগত ভোর ৫টার দিকে রাজদূত পরিবহনের একটি বাস মিরপুর থেকে আবদুল্লাহপুর হয়ে সাভারের উদ্দেশে রওনা দেয়। পথে বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রী ওঠেন। বাসটি বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার তুরাগ পৌঁছলে বাসে থাকা ছদ্মবেশী ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সিটের সঙ্গে বেঁধে টাকা, মুঠোফোনসহ মালামাল লুট করে। তাদের ধারালো অস্ত্রের কোপে ও পিটুনিতে আহত হন ২০ জন। পরে বাসটি সাভারের উলাইল বাসস্ট্যান্ডে রেখে চালকসহ পালিয়ে যায় তারা। স্থানীয়রা বাসের ভিতরে যাত্রীদের গোঙানি শুনে সাভার মডেল থানায় খবর দেন। পুলিশ এসে তাদের বাঁধন খুলে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ খবর