মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসতবাড়িতে হামলা ভাঙচুর, আহত ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের মারপিটে পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল আমিন জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মিলন মিয়ার সঙ্গে তার বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ওই বিরোধের জের ধরে মিলন মিয়াসহ  তার লোকজন আমার বাড়ির পাশের একটি জমিতে জোরপূর্বক ট্রাক দিয়ে বালু ভরাট করতে শুরু করে। আমার বড় ছেলে রাসেল মিয়া তাদেরকে জমিতে বালু ভরাটে বাধা দিলে মিলন মিয়াসহ তার তিন ভাই রাসেল মিয়াকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রাসেল মিয়াকে বাঁচাতে তার স্ত্রী সাথী বেগম এগিয়ে আসলে মিলন মিয়ার ছেলে রানা তাকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানির চেষ্টা করে। ডাক-চিৎকার শুনে আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম ও ছোট ছেলে কাউসার তাদের বাঁচাতে এগিয়ে এলে মিলন মিয়া, তার তিন ভাই এবং তাদের লোকজন আমাদেরকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নুরুল আমিন বাদী হয়ে ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর