বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

এলাকাবাসীর বিক্ষোভ, তদন্তে কমিটি

নরসিংদী প্রতিনিধি

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

গোয়েন্দা পুলিশ হেফাজতে নিহত মোহাম্মদ আলী

নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ আটকের পর তাকে বেধড়ক পিটুনি দেয় পুলিশ। এতে তার মৃত্যু হয়। তবে পুলিশের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এদিকে যুবক হত্যার প্রতিবাদে নরসিংদীর বেলাবো বাজারে বিক্ষোভ করে ব্যবসায়ী ও এলাকাবাসী। দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দোকানপাট খোলা হয়। গঠন করা হয় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। নিহত মোহাম্মদ আলী মৃত মোহাম্মদ আলী বেলাব মাটিয়াল পাড়া এলাকার  মৃত জহিরুল ইসলামের ছেলে। তিনি বাংলালিংক টাওয়ারের নাইট গার্ড চাকরি করতেন। পাশাপাশি একটি পান সিগারেটের দোকানও চালাতেন। নিহত মোহম্মদ আলীর কাছ থেকে ১৩০ পিস ইয়াবা জব্ধ করেছে বলে দাবি গোয়েন্দা পুলিশের। এ সময় ফারুক মিয়া নামে আরও এক যুবককে গ্রেফতার করে। নিহতের পরিবার ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার একটি দল বেলাবো উপজেলার বেলাবো বাজার বাংলালিংক টাওয়ার এলাকায় অভিযান চালায়। এসময় বাংলালিংক টাওয়ারের নাইট গার্ড ও পান-সিগেরেট ব্যবসায়ী মোহাম্মদ আলী ও ফারুক নামে দুজনকে  আটক করা হয়। এ সময় পুলিশ মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি পিটুনি দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলীর তোহা নামে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। প্রতিবাদে বেলাবো বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। উত্তেজিত এলাকাবাসী গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকারের বিচারের দাবিতে বাজারে বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ খবর