বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গতকাল ও মঙ্গবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৩ জন। এর মধ্যে নাটোরে ৩ ও রংপুরে দুজন করে। বাকি ৮ জেলায় নিহত হয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— নাটোর : বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। রংপুর : সদর উপজেলার লাহিড়ীরহাটে রংপুর-বদরগঞ্জ সড়কে গতকাল সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। নিহতরা হলেন সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম ও জহিরুল ইসলাম। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আসাদ বিন আনোয়ার নামের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উসামা ও হামজা নামের আরও দুজন আহত হয়েছেন। রায়পুর-চট্টগ্রাম মহাসড়কের চর চামিদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ চট্টগ্রাম বাইতুশ শরিফ কামিল মাদ্রাসার ছাত্র ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ  মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানীর ছেলে। লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলার বড়খাতা-পাটগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় খয়বর হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল গেটে বাসের চাপায় মারা গেছেন প্রিয়া আক্তার নামে  মোটরসাইকেল আরোহী এক নববধূ। এই ঘটনায় আহত হয়েছেন প্রিয়ার স্বামী সেনা সদস্য রনি মোল্লা। মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় কাভার্ড ভ্যান-পিকাপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকাপের ড্রাইভার নিহত হয়েছে। নেত্রকোনা : মোহনগঞ্জের বসন্তিয়া নামক গ্রামে ইজিবাইকের চাপায় মারুফা নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি বড়তলী বানিহারি ইউনিয়নের বসন্তিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা। শেরপুর : জেলার নকলার জালালপুরে বাসের ধাক্কায় আলকাছ আলী নামে সাইকেল আরোহী মারা গেছে। সিরাজগঞ্জ : সলঙ্গায় ট্রাকচাপায় শাহিদা খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি থানার নলকা ইউনিয়নের কায়েম গ্রামের শাহিন আহম্মেদের স্ত্রী। বান্দরবান : লামা উপজেলায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বিস্কুট বহনকারী গাড়িচাপায় মংক্যচু মার্মা নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ক্যাম্প বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর