Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৩
দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গতকাল কোস্টগার্ড ও বিজিবির পৃথক অভিযানে ৩৭ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক হয়েছেন। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে। বিজিবি ও কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল ভোরে বিজিবি সদস্যরা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন নাফ নদের স্লুইস গেট এলাকা থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। মঙ্গলবার রাতে হ্নীলা বিওপি সদস্যরা হ্নীলা ওয়াব্রাং বেড়িবাঁধ এলাকার লালুর বাড়ির সামনে থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমার নাগরিক নূরু আলমকে আটক করেছেন। মিয়ানমার ট্রানজিট ঘাটে মিয়ানমার থেকে আসা ইউনুস নামের এক ব্যক্তিকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। গতকাল কোস্টগার্ডের একটি টিম শাহপরীর দ্বীপ উত্তরপাড়া ভাঙ্গা এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

up-arrow