Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২৪
শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন
এনামুল হক শামীম
শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা জাতির কাছে যে প্রতিশ্রুতি দেন, তা রক্ষা করেন। আওয়ামী লীগ ঘোষণা করেছিল, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। তা বাস্তবায়ন করেছে। যুদ্ধাপরাধীর বিচারের প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়ন করেছে। কথা ছিল হতদরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াব। সে কার্যক্রমও শুরু হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে, এগিয়ে যাচ্ছে। গতকাল জেলার নড়িয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, মিজানুর রহমান বাদল, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, হাজী খবিরুজ্জামান বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সিকদার, বাদল হোসেন চৌকিদার, শাহাদাত হোসেন রিয়াদ, জাফর শেখ প্রমুখ। এ ছাড়া দুপুরে নড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ীর নাগরিক সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে, পদ্মার ভাঙনের কবল থেকে গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দাবিতে গতকাল নড়িয়া উপজেলার সাধুর বাজার এলাকার পদ্মার তীরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

up-arrow