বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

আশুলিয়ায় বেতনের দাবিতে বিক্ষোভ

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় গতকাল দুপুরে আরএন নামে তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা ঈদের আগেই ছাঁটাইকৃত ১৫০ জনের বকেয়া চার মাসের বেতন-ভাতা  দেওয়ার দাবি জানান।

এদিকে আশুলিয়ার ইউনিকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করেছেন দারদা নীট ওয়্যার লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। —সাভার প্রতিনিধি

মার্কেটে হামলা

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ১ নম্বর ব্লক এলাকায় গত মঙ্গলবার রাতে বায়তুল ফালাহ জামে মসজিদ মার্কেটে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবদুল হক, মিলন, সোহাগ, সোহেল ও বিল্লালের বিরুদ্ধে গতকাল রাতে টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। —টঙ্গী প্রতিনিধি

ওরিয়েন্টেশন

উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোতালেব মিয়া প্রমুখ।

—কালিয়াকৈর প্রতিনিধি

গুণীজন সম্মাননা

ঢাকার ধামরাইয়ের কালামপুর মা কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শের আলী এ অনুষ্ঠানের আয়োজন করেন। স্কুলের প্রধান শিক্ষক হেলালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ভ্র ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহরাব হোসেন শুভ, বিশেষ অতিথি ছিলেন এনজিও সজাগের পরিচালক আবদুল মতিন, ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাইনুদ্দিন ও স্থানীয় সাংবাদিকরা। শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারাও বিতরণ করা হয়। —ধামরাই প্রতিনিধি

ইমাম সমাবেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গতকাল ইমাম সমাবেশ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন— উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা। বক্তৃতা করেন পৌরমেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, অধ্যক্ষ আব্দুর রউফ, এএসপি সার্কেল (গফরগাঁও) আলমগীর হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, মুফতি মেহের উদ্দিন বরাইদী, মাওলানা মামুন অর রশিদ প্রমুখ। —ভালুকা প্রতিনিধি

মাছ ব্যবসায়ীদের প্রতিবাদ

খাগড়াছড়ি জেলা শহরের জিরো মাইল এলাকায় পুলিশ মাছবোঝাই গাড়ি আটক করায় ব্যবসায়ীরা সড়কের ওপর মাছ ফেলে প্রতিবাদ জানান। ব্যবসায়ী আক্কাস আলী জানান, মাছবোঝাই একটি পিকআপ ও দুটি জিপ গাড়ি থেকে পুলিশ ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পুলিশ গাড়ি আটক করে রাখে। খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. হান্নান চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন।

—খাগড়াছড়ি প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৩) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত রবিউল ঝনঝনিয়া বঙ্গবন্ধু মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এদিকে, দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশন সংলগ্ন রেল বাজার সিগন্যাল এলাকায় গতকাল দুপুরে ট্রেনে কাটা পড়ে আরতি বালা (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একই উপজেলার অমরপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের নিশাত চন্দ্র রায়ের স্ত্রী। —প্রতিদিন ডেস্ক

মেধাবৃত্তি প্রদান

সখীপুরের ঐতিহ্যবাহী ডিগ্রি, অনার্স, মাস্টার্স (ডিঅমস) অ্যাসোসিয়েশন ২১ জন মেধাবীকে বৃত্তি প্রদান করেছে। গতকাল বিকালে ডাকবাংলো চত্বরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় উপস্থিত থেকে সেরা মেধাবীর হাতে কম্পিউটার তুলে দেন। তাছাড়া নগদ টাকা, মূল্যবান বই ও সনদ তুলে দেওয়া হয় সবার হাতে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম, সহকারী অফিসার (ভূমি) আরিফ সিদ্দিকা, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ওসি মো. মাকছুদুল আলম প্রমুখ। 

—সখীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর