বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কিশোরের চুল কেটে জুতার মালা পরিয়ে উল্লাস মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে গোপালপুরে ১৬ বছরের কিশোর নুর আলমের মাথার চুল কেটে ছেঁড়া জুতার মালা গলায় পরিয়ে  উল্লাস মিছিল করা হয়েছে। এসময় কিশোরকে বাজারের শত শত মানুষের সামনে ঘোরানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে টেকেরহাট  বাজার এলাকায় । এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের হবি শেখের বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে একটি মোবাইল ফোন চুরি হয়। এজন্য অভিযোগ তোলা হয় একই গ্রামের শাহাজান মিয়ার ছেলে নূর আলমের বিরুদ্ধে। হবি শেখের ভাই কবির শেখ এ অবস্থায় নূর আলমকে বাড়ি থেকে ধরে এনে মারধর করে সারা রাত আটকে রাখেন। পরে গতকাল সকালে মাথার চুল কেটে ছেঁড়া জুতার মালা গলায় পরিয়ে তিনি নুর আলমকে নিয়ে টেকেরহাট  বাজার এলাকায় উল্লাস মিছিল করেন এবং শত শত মানুষের সামনে তাকে ঘোরান।

এ ব্যাপারে নুর আলমের মা রহিমা খাতুন জানান, তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন। যারা তার ছেলেকে এভাবে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে তিনি  থানায় মামলা করবেন বলেও জানান। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর