শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় ভেঙে যাওয়া ভাস্কর্য দ্রুত সংস্কার দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শহরের সাতমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় ভেঙে পড়া মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয়’ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে বগুড়া সম্মিলতি সাংস্কৃতিক জোট ও এলাকাবাসী। একই সঙ্গে জোটের নেতারা ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন। জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভাস্কার্যটিকে ধাক্কা দিলে এটি ভেঙে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান জানান, যত দ্রুত সম্ভব ভাস্কর্যটি মেরামত করা হবে। ১৯৯৬ সালে তৎকালীন বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু শহরের সাতমাথায় ভাস্কর্যটি স্থাপন করেন। অশোকা ফেলোপ্রাপ্ত বগুড়ার চিত্র ও ভাস্কর্য শিল্পী খন্দকার আমিনুল ইসলাম দুলাল এটি নির্মাণ করেন ।

সর্বশেষ খবর