শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-পঞ্চগড় আন্তনগর ট্রেন চালুর দাবি

পঞ্চগড় প্রতিনিধি

অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার সাত বছর আগে শুরু করে দিনাজপুর-পঞ্চগড় রেললাইন আধুনিকায়নের কাজ। এ বছরের শুরুর দিকে তা শেষও হয়। এতে উন্নয়নের নতুন সম্ভাবনায় যুক্ত হবে প্রান্তিক এ জেলার লাখ লাখ মানুষ। যাতায়াতে দুর্ভোগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মালামাল পরিবহনে এক বৈপ্লবিক পরিবর্তনের আশা করছেন তারা। কিন্তু সবকিছু প্রস্তুত হলেও চালু হচ্ছে না ট্রেন। ৩ আগস্ট পঞ্চগড়ে আন্তনগর ট্রেন চলাচল উদ্বোধন হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে উজ্জীবিত হয়ে ওঠে এলাকার মানুষ। কিন্তু পঞ্চগড় রুট উদ্বোধন না করে দিনাজপুর-ঢাকা রুট উদ্বোধন হওয়ায় হতাশ হয়ে পড়েন তারা। তাই  পঞ্চগড় রুটে  দ্রুত আন্তনগর ট্রেন চালুর দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে পঞ্চগড় নাগরিক কমিটি। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন তারা।

রেলওয়ের  লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন নির্দেশনা পেলে যে কোনো মুহূর্তে আন্তনগর ট্রেন  চলাচল শুরু করবে।’

সর্বশেষ খবর