Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৫
রাজশাহীতে ১০ জামায়াত শিবির কর্মীসহ আটক ৪০
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পুলিশি অভিযানে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪০ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত মহানগরীর চার থানা ও গোয়েন্দা শাখা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, এদের মধ্যে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা নয়জন, রাজপাড়া থানা আটজন, মতিহার থানা ২০ জন, শাহ মখদুম থানা দুজন এবং মহানগর ডিবি পুলিশ একজনকে আটক করে।

আটক জামায়াত কর্মীরা হলেন, ফরিদুল ইসলাম তরিকুল, জেবর আলী, সানাউল্লাহ এবং শাহাবুল আলম। শিবিরকর্মীরা হলেন— জাহিদ হাসান, তৌহিদ, বাবুল আহম্মদ ফিরোজ, শুকুর আলী, হাসান আলী ও তার ভাই হোসাইন আলী।

এই পাতার আরো খবর
up-arrow