শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রীমঙ্গলে চুরি-ডাকাতি বেড়েছে, আতঙ্ক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে শহরতলির সবুজবাগ আবাসিক এলাকার মৃত মানিক লাল চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এর আগে ৪ সেপ্টেম্বর শহরতলির হাউজিং এস্টেট এলাকায় এক লন্ডন প্রবাসীর ভাড়াটিয়ার বাসায় ডাকাতি এবং সন্ধানী আবাসিক এলাকার অঞ্জনকান্তি পালের বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। গত ৩১ আগস্ট শহরের মৌলভীবাজার সড়কের এহসান মার্কেটে একটি দোকানে চুরি হয়েছে। ২৯ আগস্ট মৌলভীবাজার সড়কের লোকনাথ বাণিজ্যালয়ে চুরি হয়। ৩০ আগস্ট পশ্চিম ভাড়াউড়া এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনের বাসায় ডাকাতি হয়। ৭ আগস্ট রাতে মাইজদিহি চা বাগানে ম্যানেজার বাংলোয় ডাকাতির ঘটনা ঘটে। সুজন (সুশাসনের জন্য নাগরিক) শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাউছার ইকবাল বলেন, সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানার ওসির সরকারি মোবাইল নম্বরে গতকাল দুপুরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মৌলভীবাজারের এসপি মো. শাহজালাল বলেন, চুরি-ডাকাতি বৃদ্ধির ঘটনাটি পুলিশ মনিটরিং করছে। খুব দ্রুত আইডেন্টিফাই করে ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ খবর