শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়লেন ৪০ যাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে টেলিফোন এক্সচেঞ্জ (টিএন্ডটি) তারের সঙ্গে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড়ে শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে। আহত যাত্রী আবুল কালামসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম.মনসুর আলী স্টেশনে প্রবেশ করতে থাকে। ট্রেনটি স্টেশনে প্রবেশ মুহূর্তে রেললাইনের উপর দিয়ে টানানো টেলিফোন এক্সচেঞ্জের তারের সঙ্গে ট্রেনের ছাদের উপরে থাকা যাত্রীদের সঙ্গে লেগে যায়। মুহূর্তের মধ্যে তারের সঙ্গে জড়িয়ে অন্তত ৪০ জন যাত্রী ছিটকে পড়ে যায়। এতে কেউ নিহত না হলেও অনেকের হাত-ভেঙে গুরুতর আহত হয়েছেন। তবে ট্রেনটি স্টেশনে প্রবেশকালে স্পিড কম থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আহতদের সিরাজগঞ্জ সদরসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টা ট্রেন স্টেশনে যাত্রা বিরতি করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তারটি কেটে দিলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। সদর হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, হাসপাতালে ১৯ জন আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের হাত-পা ভেঙে গেছে। আহতদের চিকিৎসা চলছে। তবে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর