Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৫
রামদাস বিলে দুই কলেজছাত্র
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রামদাস বিলে গোসল করতে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ ২ কলেজছাত্র হলো রহনপুর পৌর এলাকার ডাকবাংলা পাড়ার শফিকুল ইসলাম টুলুর ছেলে ও  ইভান (১৭) ও মাদ্রাসাপাড়ার জাইদুল ইসলামের ছেলে মৃদুল হাসান জিকো (১৭)।

তারা দুজনই রহনপুর ইউসুফ আলী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রহনপুর ইউসুফ আলী কলেজের কয়েকজন ছাত্র রামদাস বিলে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে  ইভান ও মৃদুল হাসান জিকো বিলের পানিতে স্রোতের তোড়ে তলিয়ে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।

এই পাতার আরো খবর
up-arrow