শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লায় নারীকে গাছে বেঁধে নির্যাতন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার ব্রাহ্মণ চাপিতলা গ্রামে সুফিয়া বেগম (৪৫) নামের এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে চোখে লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। সুফিয়া বেগম ব্রাহ্মণ চাপিতলা গ্রামের মৃত মুতি মিয়ার স্ত্রী। ফেসবুকের মাধ্যমে জানতে পেরে পুলিশ শুক্রবার বিকালে অভিযুক্ত দুজনকে আটক করেছে। সূত্র জানায়, ফেসবুকের মাধ্যমে জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার এসআই মাহমুদুল হাসান রুবেল অভিযুক্ত সেলিমের মা কোহিনুর বেগম (৪২) ও ছোট ভাই জীবনকে (১৬) আটক করে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে পাশের বাড়ির আরশ মিয়ার ছেলে সেলিমসহ পরিবারের লোকজন সুফিয়াকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। ঘটনার বিষয়টি জানতে পেরে তদন্ত করে দুজনকে আটক করা হয়েছে। সুফিয়া বেগম পাশের হোমনা উপজেলার বাবার বাড়িতে রয়েছে। তাকে আসার জন্য খবর পাঠানো হয়েছে। তিনি এলে মামলা নেওয়া হবে।

সর্বশেষ খবর