শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গরু মরার খবরে স্ট্রোকে বেপারির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে কেনা গরু চোখের সামনে মরে যাওয়ায় সাইফুল ইসলাম (৫০) নামে এক বেপারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত গরুর বেপারীর বাড়ি কুষ্টিয়ার বাহেরুল গ্রামে বলে জানা গেছে।  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার বাহেরুল গ্রামের গরু বেপারি সাইফুল ইসলাম বুধবার ২১টি গরু ভর্তি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। মহাসড়কে দীর্ঘ যানজটে আটকা পড়ে অধিকাংশ গরু অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড  এলাকায় পৌঁছলে ট্রাকে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যে কেনা একটি ষাঁড় অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে। পরে ট্রাক থামিয়ে সাইফুল ইসলাম দেখেন ষাঁড়টি মারা গেছে। ষাঁড় মারা যাওয়ার খবরে সাইফুল ইসলাম চিৎকার দিয়ে নিজেই অচেতন হয়ে পড়েন। ট্রাকে থাকা অন্যরা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর