শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

সরকারি কাজে বাধা  দেওয়ায় যুবকের দণ্ড

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে নজরুল ইসলাম (২৯) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম তার কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নজরুল ইসলাম নানাভাবে বাধা সৃষ্টি করে। তার প্রভাবে আদালত পরিচালনায় জটিলতা দেখা দেওয়ায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে।—সখীপুর প্রতিনিধি

কারাগারে মারামারিতে আসামির মৃত্যু

ঝিনাইদহ কারাগারের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনায় আহত হত্যা মামলার আসামি রেজাউল হক (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শৈলকুপা উপজেলার ছোট মৌকড়ি গ্রামের ওয়াদুদ বিশ্বাসের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রেজাউলের স্বজনদের অভিযোগ, রেজাউল ইসলামকে হাসপাতালে পাঠাতে দেরি করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

—ঝিনাইদহ প্রতিনিধি

প্রতিবাদ সমাবেশ

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সমাবেশ করেছে পিডিবিএফর-এর ভোলা কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল ভোলা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মো. সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেমায়েত উল্লাহ, হারুন অর রশিদ, জিয়াউল হক, আজিজুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা  বলেন, গ্রামীণ মানুষের দারিদ্র্য দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে গড়ে তুলেছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। পিডিবিএফকে রক্ষার জন্য সব ষড়যন্ত্র রুখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

—ভোলা প্রতিনিধি

নির্মাণাধীন হাসপাতাল এমপির নামে করার দাবি

সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়নের ভৈষারপাড়ে নির্মাণাধীন ২০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের নামে নামকরণের দাবি করেছেন এলাকাবাসী। তারা বলেন, এমপি থাকাকালে মতিউর রহমানের প্রচেষ্টায় ভৈষারপাড়ের মতো প্রত্যন্ত গ্রামে হাসপাতালটি নির্মিত হয়েছে। এ জন্য জমিও দান করেছেন তিনি। তার এই প্রচেষ্টাকে স্মরণীয় করে রাখতে এটি মতিউর রহমানের নামে নামকরণ চান। দাবি বাস্তবায়নে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয়ভাবে পোস্টারিং করা হয়েছে। সুরমা, জাহাঙ্গীনগর ও রঙ্গারচর ইউনিয়নের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে এ ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।—সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ দিনে ১০৮ গরু বিতরণ

গতবারের ন্যায় এবারও মহানগরের ৫৭টি ওয়ার্ডে ১৮ দিনে ১০৮টি গরু বিতরণ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাড. মো. জাহাঙ্গীর আলম। ১৪ আগস্ট থেকে ৩১ আগস্ট সময়কালে এসব গরু বিতরণ করা হয়। স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি মেয়র আসাদুর রহমান কিরণসহ অন্যান্য নেতার উপস্থিতিতে গরু বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে অ্যাড. জাহাঙ্গীর এ সব গরু বিতরণ করেন।—টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর