শিরোনাম
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুড়িগ্রাম-২ আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ

আগাম জাতীয় সংসদ নির্বাচনের খবর

কুড়িগ্রাম প্রতিনিধি

আগাম জাতীয় সংসদ নির্বাচনের খবর পেয়ে কুড়িগ্রাম-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা নড়েচড়ে বসতে শুরু করেছেন। পাড়া-মহল্লায় ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে। এ মুহূর্তে প্রচারণার দিক থেকে এগিয়ে রয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সম্ভাব্য দলীয় এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান। নির্বাচনী এলাকার আনাচে-কানাছে তার বৃহদাকার ব্যানার, পোস্টার ও লিফলেট ছেয়ে গেছে। এ ছাড়াও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমানে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জাফর আলীও এমপি পদে নির্বাচনের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। অপর আওয়ামী লীগ নেতা ও বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদও এমপি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিএনপি থেকেও একাধিক প্রার্থীরও নাম শোনা যাচ্ছে। উল্লেখযোগ্যরা হলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও সাবেক সহ-সভাপতি লুত্ফর রহমান। জাতীয় পার্টির একক প্রার্থী বর্তমান এমপি আলহাজ তাজুল ইসলাম চৌধুরী। গতকাল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আগাম জাতীয় সংসদ নির্বাচনের খবর প্রকাশিত হওয়ার পর কুড়িগ্রাম-২ আসনের সম্ভাব্য দলীয় এমপি প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। আলোচনার ঝড় উঠেছে টি-স্টলসহ সর্ব মহলে। বলতে গেলে এতদিনের ঝিমিয়ে পড়া রাজনীতি যেন আবার জেগে উঠেছে।

সর্বশেষ খবর