Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১৪
বগুড়ায় ১১ দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
bd-pratidin

বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। জানা যায়, এখানে মেসার্স নওশেন এন্টারপ্রাইজ নামের একটি তেলের প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের তেল ও গ্যাস বিক্রি করা হতো। প্রতিষ্ঠানকে স্থানীয়রা মিনি পাম্প বলে চিনতো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে এই প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের মার্কেটে। ওই মার্কেটে সুতা, কাপড়সহ খাবারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় গ্যাস সিলিন্ডার আগুনের তাপে বিস্ফোরিত হতে থাকে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও শিবগঞ্জ থানা-পুলিশে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে পাশের থানা সোনাতলা, সারিয়াকান্দি, শেরপুর, গোবিন্দগঞ্জ, জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। তাদের সহযোগিতায় ১২টি ইউনিট গঠন করে সাড়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মেসার্স নওশেন এন্টারপ্রাইজ, মেসার্স মণ্ডল ট্রেডার্স, উর্মি সুতা ঘর, বিসমিল্লাহ স্টোর, রিয়াদ ফার্মেসি, কোহিনূর ফার্মেসি অ্যান্ড ডেন্টাল, কিচক ওষুধ ঘর, মানিক ভ্যারাটিস স্টোর, ওসমান মিষ্টি ঘর। ক্ষতিগ্রস্ত  মণ্ডল ট্রেডার্সের মালিক মাহবুর রহমান জানান, তার দোকানে গ্যাস সিলিন্ডার ও কীটনাশক-সার ছিল যা পুড়ে গেছে। শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, এক যন্ত্র বিশিষ্ট তেলের পাম্প লাগোয়া মাকের্েটর শাড়ি-কাপড়, ওষুধসহ ১১টি দোকানের সম্পদ পুড়ে গেছে। শিবগঞ্জ থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, গোবিন্দগঞ্জ থানার বেশকিছু ফায়ার ইউনিট কাজ করে। তেলের দোকানের অনুমোদন ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এই পাতার আরো খবর
up-arrow