Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১৮
মহাসড়কের ওপর অটোরিকশার স্ট্যান্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মহাসড়কের ওপর অটোরিকশার স্ট্যান্ড

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী পুরাতন সেতু এলাকা ও কাউতলী মোড়ে রাস্তা দখল করে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। এতে ওই এলাকায় নিত্য যানজটের কবলে পড়ছেন স্থানীয় লোকজন ও পরিবহনের যাত্রীরা।

জানা যায়, শহরের কাউতলী মোড় থেকে একটু দূরেই ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া উইজডম স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। কাউতলী মোড় থেকে উত্তর-পশ্চিম দিকে জেলা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ, সিভিল সার্জন কার্যালয়, জেলা মৎস্য কার্যালয়, জেলা নির্বাচন কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়। সেতুর ওপর গড়ে ওঠা অবৈধ সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের কারণে দূর-দূরান্ত থেকে আসা মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম বলেন, স্ট্যান্ড সরিয়ে অন্য জায়গায়  নেওয়ার জন্য সিএনজি চালকদের বেশ কয়েকবার বলা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow