রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন নিয়ে মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুরের সাংবাদিকরা। গতকাল দুপুরে শহরের বদরপুরস্থ স্থানীয় সরকার মন্ত্রীর বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক প্রফেসর মোহাম্মদ শাহজাহান, জাহিদ রিপন, পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, নির্মলেন্দু চক্রবর্তী, আকবর হোসেন,  কামরুজ্জামান সোহেল প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়ন দেখতে চায় বৃহত্তর ফরিদপুরবাসী। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ফরিদপুরবাসীর দাবি দ্রুত বাস্তবায়নের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান।—ফরিদপুর প্রতিনিধি

নদী দখলমুক্ত করতে প্রচারণা

‘নদী খাল রক্ষা করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’ স্লোগান নিয়ে টাঙ্গাইল লৌহজং নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। শনিবার দুপুরে লৌহজং নদীকে দখলমুক্ত করতে জনমত গঠন ও প্রচারণার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ। টাঙ্গাইলের লৌহজং নদী দখলমুক্ত করে পানিপ্রবাহ সৃষ্টির লক্ষ্যে জনমত গঠনের জন্য লিফলেট বিরতণ ও সাক্ষরতা অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।—টাঙ্গাইল প্রতিনিধি

তাল বীজ রোপণ

বন্যাদুর্গত জলাবদ্ধতাপ্রবণ এলাকায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্পের অংশ হিসেবে সাতক্ষীরা তালা উপজেলার কপোতাক্ষ নদের পাড়ে সাড়ে ৩ লাখ তাল বীজ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল দুপুরে সরুলিয়া ইউনিয়নের কালিবাড়ি চত্বর এলাকায় কপোতাক্ষের দুই পাড়ে তালের বীজ রোপণ করে এই কর্মসূচি উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে এলাকার শত শত নারী ও পুরুষ এবং ইউপি সদস্যরা তাল বীজ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। —সাতক্ষীরা প্রতিনিধি

পাচারকারী চক্রের দুই সদস্য আটক

নেত্রকোনার পূর্বধলা জারিয়া রেলস্টেশনে এক নারীকে জোরপূর্বক বিক্রির উদ্দেশে পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকালে টানাহিঁচড়া করে নিয়ে যাওয়ার সময় স্টেশনমাস্টারসহ স্থানীয়রা দুজন পাচারকারীকে আটক করে। পরে আটককৃত মূল হোতা ফাতেমা এবং তার স্বামী আবুল কাশেমকে পূর্বধলা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় বিক্রি করে দেওয়া নারীকেও তারা উদ্ধার করা হয়।— নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর