রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

লোডশেডিংয়ে অতিষ্ঠ বোয়ালমারীবাসী

ঈদের পর আন্দোলন

বোয়ালমারী প্রতিনিধি

দুই মাস ধরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলছে ভয়াবহ লোডশেডিং। তীব্র গরম আর বিদ্যুতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ সময়মতো করতে না পারায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জানা যায়, মোঢালমারীতে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় ফুঁসে উঠছেন এলাকাবাসী। সহনীয় পর্যায়ে লোডশেডিং নামিয়ে আনার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বোয়ালমারী শাখা কর্তৃপক্ষকে বার বার অনুরোধ করেও প্রতিকার পাচ্ছেন না। আসন্ন কোরবানির ঈদের আগে লোডশেডিং সহনীয় পর্যায়ে না এলে ঈদের পর গ্রাহকরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহিদা খানম বলেন, ‘আমাদের পিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে সাপ্লাই দিতে হয়। আমাদের মোট ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা রয়েছে চার হাজার ৮০০ মেগাওয়াট। কিন্তু পাচ্ছি ৩ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিন হাজার মেগাওয়াট। এ কারণে ঘাটতি সৃষ্টি হয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই।’

সর্বশেষ খবর