Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০১:২২
সুবিধাবঞ্চিত শিশুদেও নিয়ে আনন্দ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সুবিধাবঞ্চিত শিশুদেও নিয়ে আনন্দ অনুষ্ঠান
সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ অনুষ্ঠানে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের নেতারা নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ অনুষ্ঠান করেছে গার্ল গাইডস এসোসিয়েশন বরিশাল অঞ্চল। সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষাদান কর্মসূচির আওতায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর গ্রিন সিটি পার্কে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে অর্ধশত শিশু, অভিভাবকসহ গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিশুদের খেলাধুলার পাশাপাশি ব্যাগ, খাতা, পেন্সিল, রং পেন্সিলসহ বিভিন্ন শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। পরে তাদের বিভিন্ন উন্নতমানের খাবার দিয়ে আপ্যায়িত করা হয়।  গার্ল গাইডস এসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার বেগম ফয়জুন নাহার, আঞ্চলিক সচিব হাসিন আরা বেগম ও স্থানীয় সদস্য ফজিলাতুন্নেছা ফরিদ।

 

এই পাতার আরো খবর
up-arrow