রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

ঠাকুর পঞ্চানন বর্মা সারা জীবন হিন্দু ধর্মীয় ক্ষত্রিয়দের দুর্দশা এবং পিছিয়েপড়া ক্ষত্রিয় সমাজের সার্বিক উন্নয়নের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন তৎকালীন ভারতের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। ঠাকুর পঞ্চানন বর্মা একজন অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে সমাজে ক্ষত্রিয়দের প্রতিষ্ঠা করে গেছেন। শনিবার দিনাজপুরের বড় গুড়গোলা সুইহারীর সারথী মন্দির প্রাঙ্গণে ক্ষত্রিয় সমিতি দিনাজপুর আয়োজিত ঠাকুর পঞ্চানন বর্মার ৮১তম তিরোধান দিবস পালনকালে বক্তারা উপরোক্ত কথা বলেন। তিরোধান উপলক্ষে দিনব্যাপী গীতা পাঠ, পূজার্চনা, অঞ্জলি, ধর্মীয় আলোচনাসভা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ক্ষত্রিয় সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. বসন্ত কুমার রায়য়ের সভাপতিত্বে তিরোধান দিবসে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার রায়। বক্তব্য রাখেন ডা. তরুণ কুমার রায়, অধ্যক্ষ ললিত মোহন রায়, সহ-সভাপতি ঘনশ্যাম রায়, উমা কান্ত বর্মা, বিভূতি রঞ্জন রায়, শ্রী কংশ রায়, ডা. সুব্রত রায়, ডা. তরুণ কুমার রায় ও আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক শৈলেন কান্তি রায়।

সর্বশেষ খবর