রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহ্মণচাপিতলা গ্রামে সুফিয়া বেগম (৪৫) নামের এক মহিলাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বাঙ্গরা থানায় সুফিয়া বেগম পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। সুফিয়া বেগম বাঙ্গরা চাপিতলা গ্রামের মৃত মুতি মিয়ার স্ত্রী।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ  করে কথাকাটাকাটির  জের ধরে পাশের বাড়ির আরশ মিয়ার ছেলে সেলিম মিয়াসহ পরিবারের লোকজন সুফিয়াকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে তার গায়ে লবণ ও মরিচ গুঁড়া লাগিয়ে দেয়। স্থানীয় এক যুবক গাছে বেঁধে রাখার ছবিটি ফেসবুকে আপলোড করলে বিষয়টি আলোচনায় আসে। শুক্রবার বিকালে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে সেলিম মিয়ার মা কোহিনূর বেগমকে আটক করে। তাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, প্রথম দিকে আমাদের কাছে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেননি। ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। সুফিয়া বেগমকে খোঁজ করে এনে মামলা নেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর