রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রূপগঞ্জে ডাকাতি হওয়া ট্রলার বোঝাই ২৩টি গরু উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ট্রলারবোঝাই ২৩টি গরু ও একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকার বালু নদী থেকে ভাসমান অবস্থায় ট্রলারসহ গরুগুলো উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, ভোরে কেওঢালা এলাকার বালু নদীতে চালক ও মালিকবিহীন ট্রলারবোঝাই ২৩টি গুরু ও একটি ছাগলসহ একটি ট্রলার ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুগুলো উদ্ধার করে। পরে বিভিন্ন থানায় ট্রলারবোঝাই গরু পাওয়ার বিষয়টি মেসেস দেওয়া হলে গরুর মালিকদের সন্ধান মেলে। জানা গেছে, গত শুক্রবার রাতে নদীপথে ট্রলারযোগে টাঙ্গাইল থেকে রাজধানীর গাবতলীর উদ্দেশে পশুগুলো নিয়ে রওনা হয়। তুরাগ নদের আশুলিয়া এলাকায় পৌঁছাবামাত্র একদল ডাকাত ট্রলারের চালক ও কয়েকজন মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারটি ডাকাতি করে নিয়ে যায়। শনিবার খুব ভোরে ট্রলারটি রূপগঞ্জের বালু নদীর কেওঢালা এলাকায় এসে পৌঁছলে ট্রলারের ইঞ্জিনের পাখা ভেঙে যায়। এতে গরুবোঝাই ট্রলারটি আটকা পড়ে। এ সময় স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ডাকাতদল ট্রলার রেখে পালিয়ে যায়। 

সর্বশেষ খবর