রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ধামরাইয়ে ৪৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য নিরসন করবে পৌরসভা

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌরসভার ৩৫টি স্থানে প্রায় দেড় হাজার গরু ও ছাগল কোরবানি হবে। আর কোরবানির বর্জ্য  ৪৮ ঘণ্টার মধ্যে নিরসন করার জন্য পৌরসভা পরিছন্ন কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। পৌর মেয়র গোলাম কবির সাংবাদিকদের জানান, দুর্গন্ধমুক্ত ও পরিছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে ধামরাইয়ের নয়টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার করে সেখানে জীবাণুমুক্ত  স্যাভলন ও ব্লিসিং পাউডার দেওয়ার জন্য পৌরসভার পরিছন্ন কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। আর তাদের মনিটরিং করার জন্য তিনি নিজেসহ কয়েকজনকে নিয়োজিত করেছেন। এ বর্জ্য নিরসনের জন্য প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে সরকার তাকে একটি ড্রাম ট্রাকও দিয়েছেন বলে জানান তিনি। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী।

সর্বশেষ খবর