Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:২৩
দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়লেন দম্পতি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
bd-pratidin

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলস্টেশনের পশ্চিমে  বেলঘরিয়া নামক স্থানে দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে স্বামী-স্ত্রী মারা গেছেন। তারা হলেন দুপচাঁচিয়া  উপজেলার দেবখণ্ড মধ্যপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী হাসিনা বেগম (২০)। গতকাল বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মেহেরুল ইসলাম  জানান, ট্রেনে কাটা পড়ে নিহত দম্পতি মানসিক প্রতিবন্ধী। ঘটনার সময় ওই দম্পতি নিজ বাড়ি থেকে বেলঘরিয়া গ্রামে যাবার সময় অসাবধানতাবশত তারা ট্রেনে কাটা পড়েন।

এই পাতার আরো খবর
up-arrow