Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০২:২৬
প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের বিয়ে
ছেলের বাবা কারাগারে
দিনাজপুর প্রতিনিধি

প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে নিজের পছন্দমতো বিয়ে করার ঘটনায় আপস-মিমাংসা করার নামে ছেলের বাবাকে থানায় ডেকে নিয়ে আনে শালিসের জন্য। শালিসের এক পর্যায়ে মেয়ে পক্ষের দাবি অনুযায়ী মেয়ে এনে দিতে না পারায় প্রভাবশালী মেয়ের পিতার ইচ্ছা অনুযায়ী ছেলের বাবাকে মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ থানায়। বিয়ের নথিতে দেখা যায়, ২০ জুলাই তরিকুল ইসলাম (২৪) ও নিলুফা ইয়াসমিন (১৮) দিনাজপুরের মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিট ও দিনাজপুর কাজী অফিসে ২২ জুলাই দুই পক্ষের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ ঘটনায় ক্ষুব্ধ মেয়ের বাবা প্রভাবশালী থানার শরণাপন্ন হন। ছেলের নিকট আত্মীয়রা জানান, ১০ সেপ্টেম্বর বেলা ১২টায় শালিসের কথা বলে পুলিশ ছেলের বাবা রুহুল আমিনকে (৬৮) আপস মিমাংসার কথা বলে ডেকে আনা হয়।

এই পাতার আরো খবর
up-arrow