Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৮
মৎস্য ঘেরে রাতভর গণধর্ষণ, আটক ৬
বাগেরহাট প্রতিনিধি

ঈদে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাগেরহাটের রামপালে এক যুবতীকে (২৫) আটকে রেখে ধর্ষণ করেছে তার প্রেমিক ও বন্ধুরা। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকসহ ৬ ধর্ষককে আটক করেছে। মঙ্গলবার রাতে রামপাল উপজেলার সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের একটি মত্স্য ঘেরে এ ঘটনা ঘটে। আটকরা হলো, প্রেমিক মুক্ত সরদার (২৩), হাসান শেখ (২৫), শেখ বেলায়েত হোসেন (২৬), ইসমাইল শেখ (২৫), রাজু শেখ (২৫) ও  মাছের ঘের মালিক আবদুল হামিদ (৫৮)। রামপাল সদর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম ডাবলু জানান, মুক্ত সরদারের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ঈদের দিন বিকাল ৪টার দিকে প্রেমিক মুক্ত সরদার মেয়েটিকে মোবাইল  ফোনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। ফোন পেয়ে মেয়েটি বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। পরে মুক্ত সরদার তাকে  নিয়ে ওড়াবুনিয়া গ্রামের ফাঁকা মাঠে আবদুল হামিদ সেখের মাছের ঘেরে যায়। সেখানে তাকে আটকে রেখে মুক্তসহ ছয়জন মিলে রাতভর ধর্ষণ করে। সকালে বিষয়টি জানাজানি হলে ওই ছয়জনকে ধরে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে রামপাল থানায় ৬ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow