Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০
সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর লুট
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী হামলায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মাহবুবের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার স্থানীয় শাহাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মাহবুবের বাড়ির ৩টি চৌচালা টিনের ঘর ভাঙচুর করে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে ত্রিশাল থানায় মামলার প্রস্তুতি চলছে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পাতার আরো খবর
up-arrow